Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

      কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) অফিসটি কাচারীপাড়া, শুভাঢ্যা, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকায় অবস্থিত। সার্কেল ভূমি অফিসের দাপ্তরিক প্রধানের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি)। এ অফিসে খাস জমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন করের  দাবী নির্ধারণ ও আদায়, অর্পিত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা, নামজারী ও জমাভাগ/জমা একত্রিকরণসহ সরকারি নির্দেশমতে ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। ভূমি মন্ত্রণালয়ের ০১/০৪/২০১৪ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.৬৮.০৬১.১২.(অংশ-১)-২০৮ নম্বর স্মারকে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে সার্কেল ভূমি অফিসটি সৃষ্টি করা হয়। দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর, বাস্তা, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের অন্তর্গত ৫৩টি মৌজা নিয়ে সার্কেল ভূমি অফিস গঠিত হয়েছে। উক্ত সার্কেল ভূমি অফিসের অধীনে শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস (আগানগর, শুভাঢ্যা, বাস্তা) এবং কোন্ডা ইউনিয়ন ভূমি অফিস (ক্যাম্প) (কোন্ডা, তেঘরিয়া) নামক ০২টি ভূমি অফিস রয়েছে।

      শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম নিজস্ব ভবনে কাচারীপাড়া, শুভাঢ্যা, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা এবং কোন্ডা ইউনিয়ন ভূমি অফিস (ক্যাম্প) এর যাবতীয় কার্যক্রম কোন্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে পরিচালিত হচ্ছে।